শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চিরনিদ্রায় সাংবাদিক শাহজাদা মিয়া আজাদ

লালমনিরহাট প্রতিনিধি, রংপুর থেকে

চিরনিদ্রায় সাংবাদিক শাহজাদা মিয়া আজাদ

রংপুরের সাহসী সাংবাদিকতার পথিকৃৎ বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এবং বিডিনিউজের রংপুর প্রতিনিধি, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের বিশিষ্ট নাট্যকার ও শিল্পী শাহাজাদা মিয়া আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজাদ রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার মকবুল হোসেনের পুত্র। তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রতিদিন পরিবার থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শাহজাদা মিয়া আজাদের পুত্র শুভ জানান, গত বছর স্ট্রোক করার পর ঢাকা ও ভারতে চিকিৎসা শেষে রংপুরের মাহিগঞ্জে নিজ বাড়িতে অসুস্থ হয়ে ছিলেন বাবা। হঠাৎ বেশি অসুস্থ হওয়ায় মঙ্গলবার তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয়। বুধবার রাত পৌনে ১১টায় তিনি মারা যান। সাংবাদিক আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রংপুরের সাংবাদিকসহ সব মহলে শোকের ছায়া নেমে আসে।

 রাতেই হাসপাতালে ছুটে যান তার সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় রংপুর প্রেস ক্লাবে।

সেখানে প্রেস ক্লাব সভাপতি রশিদ বাবু ও সেক্রেটারি রফিক সরকার, রংপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রিপোর্টার্স ক্লাব সভাপতি হালিম আনছারী ও সেক্রেটারি শাহ বায়েজীদ আহম্মেদ, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী ও সেক্রেটারি এস এম পিয়াল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর শাখার সভাপতি জাহিদ হোসেন লুসিড ও সেক্রেটারি মমিনুল ইসলাম রিপন, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ নওয়াজ জনি ও সেক্রেটারি আহসানুল হক সুমনের নেতৃত্বে সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়াও রংপুর জেলা আওয়ামী লীগ সেক্রেটারি রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিউল ইসলাম শফি, জাতীয় পার্টির মহানগর সেক্রেটারি এস এম ইয়াসির, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি হাজী আবদুর রাজ্জাক, রংপুর মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেন ও সেক্রেটারি শহিদুল ইসলাম মিজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা ১২টায় প্রেস ক্লাবের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মাহিগঞ্জ তালতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মাহিগঞ্জ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংবাদিক শাহজাদা মিয়া আজাদের স্মৃতিচারণ করেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় তাঁরা বলেন, সাংবাদিক শাহজাদা মিয়া আজাদ ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ। তিনি রক্ত চক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যুতে রংপুরবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

তাঁর মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার বাদ মাগরিব আজাদের নিজ বাসভবন মাহিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর