রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি প্রহসন করছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে গিয়ে বিষয়টিকে নির্মম প্রহসনে পরিণত করেছে। সরকার তার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের  সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্সি এবাদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া কাশির সমস্যায় ভুগছেন। খালেদা জিয়ার পা ও কোমরের ব্যথা বার্ধক্যজনিত স্বাস্থ্য জটিলতা। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ভুলভাবে উপস্থাপন করে এটাকে নতুন সমস্যা হিসেবে দেখাচ্ছেন। খালেদা জিয়া পায়ে ও কোমরে ব্যথা নিয়ে দুই দফা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। জেলখানায় একজন চিকিৎসক, একজন নার্স ও একজন গৃহকর্মী সর্বক্ষণ তার দেখভাল করছেন। দক্ষিণ এশিয়ার আর কেউ কোনো জেলখানায় তার মতো সুযোগ পাচ্ছে না। অথচ বিএনপি নেতারা নির্জলা মিথ্যা বলেই যাচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, প্রাণঘাতী এডিস মশার কামড়ে বহু মানুষ বাড়িতে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিচ্ছেন। অনেকে এই প্রাণঘাতী  রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।সরকার ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রত্যেককেই তাদের বাড়ি, বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সম্পর্কে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ ফজিলাতুন নেছার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় বঙ্গমাতা পুরো দেশকে তার পরিবার মনে করতেন।

 

সর্বশেষ খবর