বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পটুয়াখালী ও বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন নদ-নদী হতে ৩ লাখ ৫১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করেছে নৌবাহিনী। আইএসপিআর জানায়, নৌবাহিনীর জাহাজ তিস্তা গত ১৩ ও ১৪ অক্টোবর বরিশাল জেলার লাহারহাট, পাতারহাট, শ্রীপুর, ভেদুরিয়া, উলানীয়া, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দীগঞ্জ, ভাসানচর এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করেছে। এ ছাড়া নৌবাহিনী জাহাজ এলসিভিপি-০১১ পটুয়াখালীর রাঙ্গাবালি, ধানখালী, পানপট্টি, পাটুয়া, গলাচিপা এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার জগৎঘেরা জাল জব্দ করে। জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর