বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বহিরাগতদের ধরতে গভীর রাতে বেরোবির দুই হলে তল্লাশি

রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদের দুটি হলে অছাত্র ও বহিরাগতদের ধরতে গভীর রাতে পুলিশ নিয়ে তল্লাশি চালিয়েছে প্রশাসন। সোমবার রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে এ অভিযান চালানো হয়।

একাধিক শিক্ষার্থী জানান, অছাত্র ও বহিরাগতদের ধরতে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা মধ্যরাতে পুলিশ নিয়ে দুই হল তল্লাশি করেন। এ সময় দুই যুবককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে গভীর রাতে আকস্মিক অভিযানে ক্ষুব্ধ দুটি হলের আবাসিক শিক্ষার্থীরা। তাদের দাবি, আতঙ্ক সৃষ্টি ও আবাসিক ছাত্রদের হয়রানি করতেই এ অভিযান। যেহেতু তারা আসন্ন ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছুদের হলে রাখার দাবি জানিয়ে আসছে, তা দমাতেই তল্লাশির নামে এ ভীতিকর অভিযান চালানো হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দাবি, অছাত্র ও বহিরাগত নিয়ন্ত্রণেই এ অভিযান চালানো হয়, হয়রানির উদ্দেশে নয়। প্রাধ্যক্ষ কমিটির সদস্য সচিব ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ তাবিউর রহমান প্রধান বলেন, হলের শৃঙ্খলা ফেরাতে অছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে এ অভিযান।

সার্বিক বিষয়ে জানতে প্রক্টর মো. আতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর