বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুনামগঞ্জ আওয়ামী লীগ ও এমপিদের নিয়ে কেন্দ্রের নিষ্ফল বৈঠক!

নিজস্ব প্রতিবেদক ও সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলীয় সংসদ সদস্যদের উপজেলা ও পৌর ইউনিটের সম্মেলন নিয়ে মতবিরোধের জেরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। গতকাল বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে জেলা নেতা ও সংসদ সদস্যদের দিকনিদের্শনা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বৈঠকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন অংশ নেন। অসুস্থতার কারণে উপস্থিত হননি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান। ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ এখনো আছে। উপজেলা-পৌর সভাগুলোর সম্মেলনের জন্য আমরা পরবর্তীতে জেলার শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের নিয়ে বসব। বৈঠকে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেনগুপ্তা জানান, সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বৈঠকে অনুপস্থিত থাকায় সে অর্থে কোনো আলোচনা হয়নি। তবে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে জানুয়ারি মাসে স্থগিত হওয়া সম্মেলনগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। প্রসঙ্গত, গত মাসে জেলার ১৪টি ইউনিটে ক্রমান্বয়ে সম্মেলন শুরু করে জেলা আওয়ামী লীগ। দুই ইউনিটে সম্মেলন হওয়ার পর দুটি পক্ষের বিরোধ দেখা দিলে সম্মেলনের কার্যক্রম স্থগিত করে দেয় হাইকমান্ড।

পরে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল ও সংসদ সদস্যদের মধ্যে সম্মেলন নিয়ে সমন্বয়ের লক্ষ্যে ঢাকায় বৈঠক আহ্বান করেন আওয়ামী লীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। উল্লেখ্য, উপজেলা ও পৌর কমিটি গঠন নিয়ে জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল ও সংসদ সদস্যদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় ১১ নভেম্বর অবশিষ্ট ১২টি উপজেলা ও পৌরসভার নির্ধারিত সম্মেলন স্থগিত ঘোষণা করে কেন্দ্র। বিশ্বম্ভরপুর উপজেলা ও মধ্যনগর থানায় সম্মেলনের দুই সপ্তাহ পর অংশিক কমিটি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর