মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেটে অ্যাসিডের মিথ্যা মামলায় বাদীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অ্যাসিড নিক্ষেপের মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন বাদী নিজে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে উল্টো ৭ বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে বাদীকে খাটতে হবে আরও এক বছর জেল। গত রবিবার সিলেটের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এই আদেশ দেন বলে জানিয়েছেন সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। দ-প্রাপ্ত আজিম উদ্দিন সিলেটের ওসমানীনগর উপজেলার জাকিরপুরের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৭ মার্চ আজিম উদ্দিন তার মেয়ে পারভিন আক্তার সুজিনাকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ শেষে গত রবিবার আদালত আজিম উদ্দিনকে অভিযুক্ত করে রায় প্রদান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর