শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সরকারি চাকরিজীবীরা বিভিন্ন দাবিতে রাজপথে

নিজস্ব প্রতিবেদক

‘বেতন বৈষম্য’ নিরসনে অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পুনর্বহালসহ আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সংগঠন সম্মিলিত অধিকার আদায়  ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ১১ থেকে ২০ গ্রেডের বঞ্চিত কয়েক লাখ কর্মচারী বাদ দিয়ে দেশকে মধ্যম আয়ের  দেশে পরিণত করা সম্ভব না। তাদের দাবির মধ্যে রয়েছে- গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পুনর্বহালসহ বেতন  জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবি ও  গ্রেড পরিবর্তন করতে হবে। সব ভাতা চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মিরাজুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর