বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ হলো সংসদের ষষ্ঠ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

একটানা ২৮ কার্যদিবস চলার পর গতকাল শেষ হয়েছে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। গত ৯ জানুয়ারি এই অধিবেশ শুরু হয়। অধিবেশনের প্রথমদিন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। এরপর  রাষ্ট্রপতির ভাষণের ওপর সরকারি ও বিরোধীদলীয় ২২৭ জন এমপি মোট ৫৪ ঘণ্টা ২৪ মিনিট আলোচনা করেন। তবে ভাষণের ওপর কেউ কোনো সংশোধনী প্রস্তাব আনেননি। ফলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর আগে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরে সংসদের সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণাটি পাঠ করে শোনান। এর আগে সমাপনী বক্তব্য দেন তিনি।

এ সময় স্পিকার জানান, এই অধিবেশনে মোট ৭টি বিল পাস হয়। প্রধানমন্ত্রীর জন্য ১২৪টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে প্রধানমন্ত্রী ৫৫ টি প্রশ্নের জবাব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর