বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণসহ তিন ক্রয় প্রস্তাব অনুমোদন

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ ২ হাজার ২৪২ কোটি ৭২ লাখ ১০ হাজার ৯৫০ টাকা ব্যয়সাপেক্ষ তিনটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে শুধু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ কাজেই ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে।

গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পের পূর্তকাজসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে দরপত্র আহ্বান করলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান রেসপনসিভ হয়।

কারিগরিভাবে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ লিমিটেডকে (বিইউসিজে) ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকায় ঠিকাদার নিয়োগে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবে এ সম্প্রসারণ কাজে বিলম্ব হবে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এ কাজ শুরু করতেও কমপক্ষে ছয় মাস লেগে যাবে, তাই বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই। ২০১৯-২০ সালে সরকারি ভান্ডারে গমের মজুদ বৃদ্ধিতে ৫০ হাজার টন গম কেনায় সর্বনিম্ন দরদাতা সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে গম কেনায় সায় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ১১২ কোটি ৭২ লাখ টাকায় এ গম কেনা হবে। ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালকে ১৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণে পূর্তকাজের ক্রয় প্রস্তাবে সায় দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ১৪৩ কোটি ৯৩ লাখ টাকায় এ কাজের অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর