বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে চাচাতো ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন রামপুরা ওয়ার্ডের বড়পুকুরপাড় এলাকায় পূর্ব শত্রæতার জেরে চাচাতো ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জামাল (৩৬)। তিনি রামপুরা এলাকার আমীর আহমেদ ড্রাইভারের ছেলে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত দুই ভাই মো. ইসমাঈল (৩৮) ও মো. ইকবালকে (৩২) গ্রেফতার করেছে। তারা রামপুরা এলাকার ইউসুফ সর্দারের ছেলে। এ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।  হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘জামাল নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত জামাললকে চমেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার শিকার জামাল ও আসামিরা সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রæতা ছিল বলে জানতে পেরেছি। গত জানুয়ারিতে ইকবাল জামালকে গুলি করেছিল। তখন ভাগ্যক্রমে জামাল বেঁচে যায়। এর আগে জামাল ইকবালকে মারধর করেছিল।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর