শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সরকার তাদের সমালোচক ও প্রতিবাদী সাংবাদিকদের মুখ বন্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল এক বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে আরও একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। কথায় কথায় ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। মির্জা ফখরুল অবিলম্বে রুহুল আমিন গাজীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

গত বুধবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পৃথক দুটি মামলার আসামি হিসেবে হাতিরঝিল থানা পুলিশ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর