বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড দিতে অর্থ বিভাগের সম্মতি

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ১৩তম গ্রেড দিতে সম্মতিপত্র পাঠিয়েছে অর্থ বিভাগ। মঙ্গলবার অর্থ বিভাগের উপসচিব রওনক আফরোজা সুমা স্বাক্ষরিত আদেশ গতকাল প্রকাশিত হয়।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৬-এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে বেতনক্রম নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

বেতনক্রম নির্ধারণের শর্তে বলা হয়েছে, সহকারী শিক্ষক (পুরুষ-মহিলা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৯-এ তফশিল অনুযায়ী পদ পূরণযোগ্য। তবে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ    বিধিমালা ১৯৮৩, ১৯৯১, ২০১৩-এর আওতায় নিয়োগ পাওয়া যারা এখনো কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে স্কেলপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট    নিয়োগ বিধিতে উল্লিখিত যোগ্যতা বিবেচনাযোগ্য হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর