বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কবে আসবে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দীর্ঘ এক বছর ধরে নানা আলোচনায় আটকে আছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা। কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনাসহ ঢাকা-চট্টগ্রামে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে একাধিকবার। তবে উত্তর জেলার সাত পৌরসভার মধ্যে সীতাকুন্ডও সন্দ্বীপের নির্বাচন শেষ হয়েছে। ২৮ ফেব্রুয়ারি আরও চার পৌরসভার নির্বাচন হবে। ফলে নানা রাজনৈতিক সমীকরণে চলতি মাসেও সম্ভাবনা নেই কমিটি ঘোষণার। তবে ঘোষণার অপেক্ষায় থাকা কমিটিতে যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও সক্রিয় নেতারাই গুরুত্বপূর্ণ পদ পাবেন সে প্রত্যাশা তৃণমূলের। জানা যায়, ২০১৯ সালের ৭ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। উত্তর জেলার সম্মেলন ও কাউন্সিল হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনসহ নানাবিধ কারণে জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক তৃণমূল নেতা-কর্মী বলেন, চলতি মাসে উত্তর জেলার বেশ কয়েকটি পৌরসভা নির্বাচন হতে চলেছে। এর আগে দুটি পৌরসভায় নির্বাচন হয়েছে। নেতৃত্বশীল বা দায়িত্বশীল যে-ই হোক, পৌরসভা নির্বাচন শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসছে না। নেতারা সবাই দলীয় বা নৌকার প্রার্থী এবং স্ব স্ব সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে কৌশলে রাজনীতির মাঠে মরিয়া থাকবেন বলেও মন্তব্য করেন তারা। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কমিটির বিষয়ে ঢাকায় গিয়ে আলোচনা করলে সহসা ঘোষণা আসতে পারে। বর্তমানে উত্তর জেলার বিভিন্ন পৌরসভায় দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন নেতারা। এতে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনাও দেওয়া রয়েছে।’

দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা কমিটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা লেগেই আছে। এর মধ্যে আলোচনায় রয়েছে কমিটিতে বাদপড়া, একজন নেতা অন্য কমিটিতে থাকা, যোগ্য নেতাদের গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া-না পাওয়া এবং সর্বশেষ প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করাসহ নানা বিষয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর