শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় তৈরি হচ্ছে মোবাইল ফোন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শহরতলীর চাঁনপুরে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মোবাইল ফোন। এর আগে তারা তৈরি করতেন মোবাইল ফোন চার্জার। তরুণ উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর হালিমা নামের এই মোবাইল ফোন বাজারে আনেন। কুমিল্লার প্রতিষ্ঠানটি এ উপলক্ষে বুধবার রাতে কুমিল্লা স্টেশন ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। গ্রুপের  চেয়ারম্যান আবুল কালাম হাসান টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি হালিমা টেলিকম সমকালীন প্রযুক্তির টি-১ ও এইচ-১ দুটি মডেলের মোবাইল ফোন বাজারে এনেছে। দুটি মডেলে রয়েছে শক্তিশালী ব্যাটারিসহ স্ট্যান্ডবাই ঘণ্টা ও মাল্টিমিডিয়া সমর্থনসহ আকর্ষণীয় নকশা। এ ছাড়াও রয়েছে ফেসবুক ব্রাউজার, ৩২ জিবি পর্যন্ত ফোন মেমোরি, ডিজিটাল ক্যামেরা, ইউএসবি ম্যাস স্টোরেজসহ বিভিন্ন সুবিধা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর