মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিএনপি দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল

আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচিতে বক্তরা

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারিকে ‘বিএনপির একতরফা ভোটারবিহীন নির্বাচনের কালো দিন’ আখ্যা দিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশ ও আলোচনা সভায় তারা বলেন, সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। এখনো অপশক্তি গণতন্ত্রের নামে জনগণকে বিভ্রান্ত করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সমাবেশে ভিডিও কনফারেন্স সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ মহানগর আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন মহি, মিরাজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, আক্তার হোসেন, গোলাম সারোয়ার কবির প্রমুখ বক্তৃতা করেন। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করে কৃষক লীগ।

সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, আকবর আলী চৌধুরী, হোসনে আরা বেগম এমপি, এম এ ওয়াদুদ, আবদুল লতিফ তারিন, কৃষিবিদ ড. নজরুল ইসলাম, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, মোল্লা রওশন জামির রানা, আনোয়ার ইকবাল সান্টু, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান মাকসুদ, আরমান হক বাবু প্রমুখ। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ মহানগরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় শ্রমিক লীগ রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করেছে। এ সময় সংগঠনের সভাপতি মো. নুর কুতুব আলম মান্নান, সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, সাহাব উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আজম খসরু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শহীদ ডাকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনও দিনটিতে নানা কর্মসূচি পালন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর