বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আজ ফের যৌথ বৈঠক

শ্রমিক নিয়োগ শুরু হবে প্রত্যাশা সচিবের

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর ব্যাপারে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক গতকাল শুরু হয়েছে। গতকাল একপর্যায়ে বৈঠক মূলতবি করা হয়েছে এবং আজ পুনরায় শুরু হবে। বৈঠক থেকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ব্যাপারে একটি সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল বিকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, বৈঠকটি খুব ভালোভাবে চলছিল এবং তাদের দিকে থেকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছিল। বৈঠক স্থগিতের ব্যাপারে বিস্তারিত না বলে তিনি বলেন, ‘নিশ্চয়ই উনাদের কিছু চিন্তাভাবনা আছে।’ সচিব আহমেদ মুনিরুস সালেহিন জানান, আলোচনা ছিল ‘সৌহার্দ্যপূর্ণ’। শ্রমিকদের ভালো কিছু দেওয়ার আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, ‘আমরা একটি ফলপ্রসূ আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি।’ গত বছরের অক্টোবরে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খুলতে সম্মত হয়েছিল মালয়েশিয়া। প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে অনলাইন বৈঠকের সময় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাওয়ানন আশ্বাস দেন, কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে শ্রমিক নিয়োগ শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর