শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা খসরু

সুনামগঞ্জ প্রতিনিধি

শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা খসরু

অসংখ্য মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিন্দ্রায় শায়িত হলেন সুনামগঞ্জের বিশিষ্ট নাগরিক, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। গতকাল বেলা তিনটায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাঁকে। জেলার মুক্তিযুদ্ধ, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতি আন্দোলনে আজীবন সংগ্রামী এই বীর যোদ্ধার আকস্মিক প্রয়াণে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষ বিদায় জানাতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও বন্ধুবান্ধব।  সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষ থেকে বজলুল মজিদ চৌধুরী খসরুর কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। বেলা দুইটায় হাজারো মুসল্লির উপস্থিতিতে কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। বেলা আড়াইটায় ষোলঘর জামে মসজিদের দ্বিতীয় জানাজা শেষে ষোলঘর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। উল্লেখ্য, বুধবার বেলা ৩টায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সুনামগঞ্জ সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর লেখা ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ বইকে জেলায় মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রামাণ্য দলিল হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর