সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

২৬ বছর পর আজ খুলনার জাপা নেতা কাশেম হত্যার রায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দীর্ঘ ২৬ বছর পর চাঞ্চল্যকর খুলনা মহানগর জাতীয় পার্টির (জাপা) সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হি?রো এ রায় ঘোষণা করবেন। এর আগে গতকাল মামলার রায় ঘোষণার কথা থাকলেও জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রায় ঘোষণার তারিখ পুনর্নির্ধারণ করা হয়। আলোচিত এ মামলার আসামিরা হচ্ছেন- জাপার সাবেক সংসদ সদস্য আবদুল গফ্ফার বিশ্বাস, খুলনা সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী মুশফিকুর রহমান, তার ভাই ওয়াসিকুর রহমান, তরিকুল হুদা টপি, মফিজুর রহমান, আনিছুর রহমান ওরফে মিল্টন ও মো. তারেক। জানা যায়, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল নগরীর স্যার ইকবাল রোডে বেসিক ব্যাংকের সামনে জাপা নেতা শেখ আবুল কাশেম ও তার গাড়ির চালক মিকাইল হোসেনকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়। পরে ১৯৯৬ সালের ৫ মে সিআইডির তদন্ত কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। উচ্চ আদালতের রায়ে দীর্ঘদিন মামলার বিচার কাজ স্থগিত ছিল।

সর্বশেষ খবর