রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভাড়ার জন্য বের করে দেন বাড়িওয়ালা ফের বাসায় ফেরাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন মাসের ঘরভাড়া বাকি থাকায় একরাত ফুটপাথে কাটিয়ে পুলিশের মধ্যস্থতায় ফের বাসায় ফেরার সুযোগ পেল নগরীর একটি পরিবার। লকডাউন ও করোনা পরিস্থিতির কারণে নিজের এবং বড় ভাইয়ের নিয়মিত আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তিন মাসের বাড়ি ভাড়া জমে যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শ্রীধাম  দেবনাথের। টাকা না পেয়ে বাড়িওয়ালা গত শুক্রবার রাতে মা, ভাই আর ভাইয়ের পরিবারসহ তাকে  ঘর থেকে বের করে দেন। সারারাত ফুটপাথে কাটান পরিবার নিয়ে। এক পুলিশ কর্মকর্তার মধ্যস্থতায় সকালে ফের বাসায় ফেরেন শ্রীধাম। শুক্রবার নগরের লালখান বাজার দুবাই কলোনিতে এ ঘটনা ঘটে। শ্রীধাম বলেন, ভাই বেকার হলেও আমি টিউশনি করে সংসার চালাতাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে টিউশনিও বন্ধ হয়ে যায়। আর তিন মাসের ২১ হাজার টাকা ভাড়াও অনাদায়ী রয়ে যায়। তা দিতে না পারায় বাড়ির মালিক মো. মোস্তফা শুক্রবার আমাদের বাসা থেকে বের করে দেন। এ অবস্থায় রাতে বৃদ্ধা মা, ভাইয়ের স্ত্রী, দুই ভাতিজাকে নিয়ে ফুটপাথে বসে কাটিয়ে পরে পুলিশের সহায়তায় শনিবার সকালে বাসায় ফিরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর