শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা
টু ক রো খ ব র

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে আজ। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জানা যায়, এ বছরের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন নেওয়া হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। এর মধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত আবেদন নেওয়া হবে। পরে চূড়ান্ত আবেদনের প্রথম পর্ব চলবে ২৪-২৯ জুন পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব চলবে ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, মহামারীর কারণে এখনই কোনো তারিখ নির্ধারিত হয়নি। আবেদনপত্র নেওয়ার পর মহামারীর অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, ‘৪টি অনুষদের (এ, বি, সি ও ডি) জন্য ১১০০ টাকা করে ফি নির্ধারণ  করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ইনস্টিটিউটের জন্য ফি ধরা হয়েছে ৭০০ টাকা করে।’ এদিকে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা যাচাইয়ের এ প্রক্রিয়ায় ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পাশাপাশি উচ্চমূল্যে ফরম বিক্রি করারও প্রতিবাদ জানিয়েছে তারা। ফরমের মূল্য অনধিক ৩০০ টাকা নির্ধারণ করা এবং প্রাথমিক আবেদনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ এবং ছাত্রফ্রন্ট জাবি শাখা। গতকাল আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘করোনাকালীন সময়ে অটো পাসের মাধ্যমে এ বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে।

 এ ফলাফলের ভিত্তিতে প্রাথমিক মূল্যায়নের যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে তাতে পরীক্ষার্থীর প্রকৃত মেধার মূল্যায়ন সম্ভব নয়। আর এমন উচ্চমূল্যের ফরমের কারণে বহু শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর