সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা
একনজরে

ঢাকায় ঝড়ো বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

কয়েকদিনের তাপদাহের পর গতকাল রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যার কিছু পরই ঝড়ো হাওয়া শুরু হয়। মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, রাজারবাগ, খিলগাঁও, গোড়ানসহ ঢাকার বেশিরভাগ এলাকায় মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস ছিল, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। চলতি সপ্তাহে অনেক এলাকায়  থেমে থেমে ঝড়-বৃষ্টি হতে পারে। গতকাল আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ছিল ৩৬ দশমিক ২, ময়মনসিংহে ৩৪ দশমিক ৬, চট্টগ্রামে ৩৩ দশমিক ১৬, সিলেটে ৩৫ দশমিক ৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৮, রংপুরে ৩৩ দশমিক ২, খুলনায় ৩৭ দশমিক ৪২ এবং বরিশালে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর