মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

রংপুরে করোনার টিকা চলবে পাঁচ দিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে করোনার টিকা শেষের পথে। যে হারে টিকা গ্রহণ চলছে তা অব্যাহত থাকলে চলবে সর্বোচ্চ ৪ থেকে ৫ দিন। স্বাস্থ্য বিভাগের কাছে রয়েছে মাত্র ৪০ হাজার টিকা। সময়মতো টিকা না এলে প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের মধ্যে তিন লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা কবে নাগাদ পাবেন এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে করোনার টিকা এসেছে ৯ লাখ। এ পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৫৯ হাজার ৬৫৪ জন। প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫ লাখ ৯৬ হাজার ৯৫২ জন। পুরুষ ৩ লাখ ৫৮ হাজার ৪১ জন। মহিলা ২ লাখ ৩৪ হাজার ৯১১ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৬২ হাজার ৭০২ জন। পুরুষ ১ লাখ ৭০ হাজার ৫৩৩ এবং মহিলা ৯২ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ১০ হাজার ৯৫৮ জন। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়। এ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে প্রায় ৮ লাখ ৬০ হাজার। সেই হিসাবে ৯ লাখের মধ্যে টিকা রয়েছে মাত্র ৪০ হাজার। গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণকারী সংখ্যা ছিল প্রায় ১১ হাজার জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, প্রথম ডোজের টিকা দেওয়ার পরে ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার নিয়ম। বাংলাদেশ সরকার ভারত ছাড়াও অন্য দেশের সঙ্গে দ্রুততম সময়ে টিকা আনার চেষ্টা করছেন। আশা করি সময়মতো সবাই টিকা দিতে পারবেন।

সর্বশেষ খবর