শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা
এমএলএম প্রতারণা

আইসিএল এমডি শফিক সস্ত্রীক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এমএলএমের নামে প্রতারণার অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান ও তার স্ত্রী শামসুন নাহারকে আটক করেছে র‌্যাব-৪। রাজধানীর বাংলামোটরের একটি বাসায় আত্মগোপনে থাকাবস্থায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এমএলএম বাণিজ্যের নামে হাজার হাজার আমানতকারীর অন্তত সাত হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে চার বছরেরও বেশি সময় ধরে তিনি গা ঢাকা দিয়েছেন। প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত তিনটি মামলায় সাজাপ্রাপ্ত শফিকুর রহমানের বিরুদ্ধে আরও অর্ধশতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি থাকার খবর পাওয়া গেছে। র‌্যাব জানায়, ঢাকা, কুমিল্লাসহ দেশের ৩২টি জেলায় আইসিএল-এর শাখা অফিস খুলে লোভনীয় মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। গ্রাহকরা লভ্যাংশসহ টাকা ফেরত নিতে গেলে তাদের হুমকি, আটক করে মারধর এমনকি অপহরণ করে তাদের কাছেই মোটা অঙ্কের টাকা পাওয়া সংক্রান্ত লিখিত রাখা হতো। এর আগেও অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে শফিকুর রহমান কুমিল্লায় গ্রেফতার হলেও বাদীর জিম্মায় জামিন নিয়েই তিনি সপরিবারে উধাও হয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর