রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

পলিটেকনিকের ১ থেকে ৫ জুনের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ১ থেকে ৫ জুন অনুষ্ঠেয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর