মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

সিলেটে রাস্তায় বসে ক্লাস করলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাস্তায় বসে প্রতীকী ক্লাস করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানালেন শিক্ষার্থীরা। গতকাল সকালে নগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় বসে প্রতিবাদী এ কর্মসূচি পালন করেন তারা। রাস্তায় দাঁড়িয়ে প্রতীকী ক্লাস নেন সিলেট লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস। তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান। প্রতীকী ক্লাসে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানার সঞ্চালনায় প্রতীকী ক্লাস-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাহিদ হাসান প্রান্তিক, রাজু শেখ, অসীম কুমার বৈষ্ণব, মোহাইমিনুল ইসলাম মাহিন, সুরাইয়া পারভিন আঁখি ও রাকিবুল হাসান। শিক্ষার্থীরা বলেন, ‘দেশে গার্মেন্ট, অফিস-আদালত সব কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছেন। তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না।

আমরা আজকে প্রতীকী ক্লাস করার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে এই বার্তা দিলাম যে, স্বাস্থ্যবিধি মেনেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর