মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, লকডাউনের মধ্যে সরকারি অফিস, দোকানপাট, কলকারখানা খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এ অবস্থায় শিক্ষার্থীরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। গতকাল পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র্র্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন স্থানে আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে। হয়রানি বন্ধ করুন এবং কারাবন্দী আলেম ও ইসলামী নেতৃবৃন্দকে মুক্তি দিন।

আরও বক্তব্য দেন মাওলানা আবদুল আজীজ, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, ড. মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর