বরিশাল মহানগর বিএনপির মধ্যে ‘আলাদা বিএনপি’র তৎপরতা তদন্তের নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে সাত দিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার চিঠিটি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের কাছে প্রেরণ করা হয়। বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, দলের মধ্যে কেউ ‘শৃঙ্খলা ভঙ্গ’ করলে সাংগঠনিক ব্যবস্থা নেবে সর্বোচ্চ কমান্ড। বরিশাল মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বকে পাশ কাটিয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে ৩০ মে বরিশাল প্রেস ক্লাবে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা হয়। মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালে উপস্থিত থাকলেও সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় দলের আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় মহানগর কমিটির পদবিধারী কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ১২ জুন নগরীর আমানতগঞ্জ পাওয়ার হাউজ জামে মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন মনিরুজ্জামান ফারুক। পরদিন ৪টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা সভার দায়িত্ব অস্বীকার করেন। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, দলের আন্দোলনসহ নিয়মিত কর্মসূচিতে অনুপস্থিত কিছু জনবিচ্ছিন্ন নেতা মহানগর বিএনপির মধ্যে ‘আলাদা বিএনপি’ করার অপচেষ্টা করছে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান