মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের পর মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি সচিবালয়ের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহর নেতৃত্বে চারজন প্রতিনিধি মন্ত্রণালয়ে গিয়ে  স্মারকলিপি দিয়ে আসেন। শিক্ষামন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব ড. আবদুল আলীম খান তা গ্রহণ করেন বলে ছাত্র ইউনিয়ন নেতারা জানিয়েছেন। ছাত্র ইউনিয়নের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে বিনামূল্যে কভিডের টিকা নিশ্চিত করা, মহামারীকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, শিক্ষা সংকট মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান, সব শিক্ষার্থীকে হেলথ কার্ড এবং রেশনের ব্যবস্থা করা।

সর্বশেষ খবর