হিমায়িত কনটেইনারের অভাবে প্রায় ৫৫০ কোটি টাকার প্রক্রিয়াজাত চিংড়ি রপ্তানিতে জটিলতা তৈরি হয়েছে। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ দিনে মোংলা বন্দর দিয়ে চিংড়ি রপ্তানি করা যায়নি। জানা যায়, শিপিং কোম্পানিগুলো চীন থেকে মালামাল রপ্তানিতে ব্যস্ত থাকায় দেশে হিমায়িত কনটেইনার সংকট দেখা দিয়েছে। এদিকে সময়মতো চিংড়ি রপ্তানি করতে না পারলে বিদেশি ক্রেতাদের ‘ক্রয় চুক্তি’ বাতিলের আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির জানান, ২০ জুনের পর থেকে বন্দরে হিমায়িত কনটেইনারের সংকট দেখা দিয়েছে। শিপিং কোম্পানিগুলোর সঙ্গে দেনদরবার করলে তারা জুন মাস পর্যন্ত কনটেইনার দিয়ে সহযোগিতা করেছে। কিন্তু বর্তমানে জুলাই মাসেও কনটেইনার না পাওয়ায় খুলনা জোনের ৪০টি চিংড়ি কোম্পানিতে প্রায় ছয় হাজার টন চিংড়ি ও চট্টগ্রাম জোনের ২০টি কোম্পানিতে আরও দুই হাজার টন রপ্তানির জন্য প্রক্রিয়াজাত চিংড়ি আটকে গেছে। যার বাজার মূল্য প্রায় ৫৫০ কোটি টাকা। আগামী দুই সপ্তাহের মধ্যে এ চিংড়ি রপ্তানি করা না গেলে কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে। এ ছাড়া এ চিংড়ি রপ্তানি করতে না পারলে বাজার থেকে তারা নতুন চিংড়ি কিনতেও পারবেন না। এতে চাষিরাও দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হবেন। জানা যায়, খুলনা জোন থেকে রপ্তানিকৃত চিংড়ির ৮৫ শতাংশ যায় নেদারল্যান্ডস, জার্মানি, ফান্স, ইতালি, বেলজিয়াম, সুইজারল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোতে। মোংলা বন্দর থেকে ফিডার ভেসেলে (ছোট জাহাজ) চিংড়ির কনটেইনার নেওয়া হতো সিঙ্গাপুরে। সেখানে থেকে মাদার ভেসেলে ওই কনটেইনার ইউরোপের দেশগুলোতে পাঠানো হতো। কিন্তু বর্তমানে হিমায়িত কনটেইনারের অভাবে চিংড়ি রপ্তানি করা যাচ্ছে না। রপ্তারিকারকরা জানান, কভিডে চীন থেকে রপ্তানি অনেক কমে গিয়েছিল। ধাক্কা সামলে দেশটি বর্তমানে তাদের রপ্তানি বহু গুণ বাড়িয়েছে। ফলে সেখানে কনটেইনারের চাহিদা থাকায় শিপিং কোম্পানিগুলো চায়নামুখী হয়েছে। ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল পারভেজ বলেন, গত বছর যেসব কনটেইনার ২০০০-২৫০০ ডলারে ভাড়া পাওয়া যেত, বর্তমানে সেই কনটেইনার ১০ হাজার ডলারেও পাওয়া যায় না। কনটেইনার সংকটের সমাধান না হলে বড় ধরনের বিপাকে পড়তে হবে।
শিরোনাম
- রাজধানীতে বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার ৬৫
- সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণায় নিষেধাজ্ঞা
- এবার পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক
- কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
- অনুপ্রবেশকারী প্রশ্নে শেখ হাসিনাকে দিয়ে অভিযান শুরুর দাবি ওয়াইসির
- তিস্তায় ভেসে এলো নবজাতকের মরদেহ
- ডাকসু নির্বাচনে প্রাথমিক বৈধ প্রার্থী ৪৬২ ও স্থগিত ৪৭
- টিসিবি'র পণ্য কিনতে দৌড়, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
- ইইউ’তে ভেটো প্রত্যাহারে হাঙ্গেরিকে চাপ দিতে ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ
- জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা : ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার
- কবরস্থান রক্ষায় রেলকর্মীদের মানববন্ধন
- মেধাবীদের দেশেই ধরে রাখতে জীবনমান উন্নয়ন জরুরি : মেয়র শাহাদাত
- মহেশপুর সীমান্তে এক দালালসহ আটক ৯
- বগুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি, কলেজ ছাত্র গ্রেফতার
- মার্কিন ইলেকট্রনিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া
- ডেইলি সানের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ইংলিশ মিডিয়ামের ফুটবল টুর্নামেন্ট
- নাগরপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
- ভারতের পর পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী
- কালীগঞ্জে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা
- বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
নতুন বিপাকে চিংড়ি রপ্তানিকারকরা
হিমায়িত কনটেইনার সংকটে আটকে গেছে ৫৫০ কোটি টাকার চিংড়ি রপ্তানি
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর