সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় তাহমিদুর রহমান সোহাগ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন সোহাগের আরেক বন্ধু। মঙ্গলবার মহাসড়কের উমনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল পশ্চিম ঠাকুরের মাটি এলাকার আফতাব উদ্দিনের ছেলে। জানা গেছে, মঙ্গলবার রাতে বন্ধুকে নিয়ে মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। উমনপুর মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহাগ ও তার বন্ধু আহত হন। উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে গতকাল ভোরে মারা যান সোহাগ।
তার প্রতিবেশী নুরুল ইসলাম জানান, অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে ইংরেজি শিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন সোহাগ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।