জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে ব্যাপক রদবদল চলছে। গতকাল ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়েছে। আর মোংলা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আ. আ. ম. আমীমুল ইহসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।