মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশিতা রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর শাহআলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ব্রিগেডিয়ার জেনারেল, চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক এবং কূটনীতিক এমন নানা ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হন। পরে ৯ আগস্ট প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলার ছয়দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ।

এরপর শাহআলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, এর আগে ১ আগস্ট সকালে মিরপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেফতার করে র‌্যাব-৪। এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সিল, সনদ, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম এবং র‌্যাঙ্ক ব্যাজ উদ্ধার করা হয়। পরদিন সকালে তাদের বিরুদ্ধে রাজধানীর শাহআলী থানায় তিনটি মামলা করা হয়।

 

সর্বশেষ খবর