মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা
সিলেট-৩ আসনে উপনির্বাচন

ভিন্ন মিশনে দুই হেভিওয়েট আত্মবিশ্বাসী সাবেক এমপি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জাতীয় সংসদের সিলেট-৩ আসনে স্থগিত উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আসনটিতে ৭ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তাই এ টাইমলাইন ধরেই নানা কৌশলে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নিজেদের ‘ভোটব্যাংক’ অক্ষত রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ‘ঘর ভাঙার’ মিশন চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক। এমন গুঞ্জন চাউর রয়েছে নির্বাচনী এলাকাজুড়ে। অন্য দুই প্রার্থীর মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি) শফি আহমেদ চৌধুরী ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। আর বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়াকে নিয়ে কোনো আলোচনাই নেই এলাকায়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ জুলাই হওয়ার কথা ছিল সিলেট-৩ আসনের উপনির্বাচন। কিন্তু কঠোর লকডাউনের মধ্যে নির্বাচন না করতে ২৬ জুলাই উচ্চ আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ও নির্বাচনী এলাকার সাত ভোটার। শুনানি শেষে আদালত ৫ আগস্ট পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করে। ফলে প্রার্থীরাও পেয়ে যান প্রচারণার বাড়তি সময়। এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ভোটের জন্য সাধারণ মানুষের কাছে যাওয়ার পাশাপাশি হাবিব ও আতিক আশ্রয় নিয়েছেন একে অন্যের ‘ভোটব্যাংক’ ভাঙার মিশনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর