আন্তর্জাতিক শিক্ষা কনফারেন্সে বক্তারা বলেছেন, কোরআন শিক্ষা ইসলামের মূলভিত্তির অন্যতম। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানব জীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। গতকাল রাজধানীর নয়া পল্টনে জোনাকি কনভেনশন হলে নিদাউল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এ কনফারেন্সের আয়োজন করে। মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা ইলিয়াস গুম্মান (পাকিস্তান)। মাওলানা ফয়সাল বিন নাদিম (পাকিস্তান), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মোসাদ্দেকুল মাওলা, মুফতি সালমান আহমদ, মুফতি সারাফত হোসেন জাফরী প্রমুখ। কেরাত পরিবেশন করেন শায়খ কারি আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। ইংরেজি ও আরবি ভাষায় বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।