ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, নিরাপত্তাকর্মী হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান এবং নায়েক ঈসমাইল ঘটনাস্থলে পৌঁছে দেখেন কয়েকটি সিটে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম না পেয়ে তারা নিজেদের জ্যাকেট খুলে ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে আগুন নেভাতে সমর্থ হন। উদ্বেগের বিষয় হলো, কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছিল। দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা অন্ধকারে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পার্কিং করা একটি বাস পুড়ে গেছে। গতকাল সকালে সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দীর্ঘসময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাসটির লোহার বডি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না।
বাসমালিক বুলু দাস বলেন, বাসটির উপার্জন দিয়ে সংসার চলত। যারা আমার এতবড় ক্ষতি করেছে তাদের বিচার চাই।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
নওগাঁ : রানীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের গেটের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল ব্যাংকটির সিনিয়র অফিসার লোটাস হোসেন বলেন, ফজরের নামাজের সময় দেখতে পাই অফিসের সামনের গেটে ধোঁয়া উড়ছে। নাইটগার্ডের কাছে জানতে চাইলে তিনি জানান, অফিসের সামনে ৪-৫টি বস্তায় কেউ আগুন দিয়েছিল। অফিসের ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গাজীপুর : শ্রীপুরে সড়কের পাশে পার্কিংয়ে রাখা মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাসের ভিতরে থাকা চালক দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এতে একটি আসনের সামান্য অংশ পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর থানার ওসি মো. আবদুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেন।