মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রংপুরে দলিতদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনযাত্রা ও বর্তমান পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের গণমাধ্যমকর্মীদের দুই দিনের কর্মশালা গতকাল শেষ হয়েছে। রংপুরের আরডিআরএস বাংলাদেশের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস-ইপার সহায়তায় ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এ কর্মশালার আয়োজন করে। রংপুরের অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত সচিব জাকির হোসেন কর্মশালার উদ্বোধন এবং গতকাল শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক বিশিষ্ট লেখক সৈয়দ বোরহান কবীর, জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, হেকস-ইপার প্রতিনিধি সিবান নিশা ও ইশরাত জাহান বিজু বক্তব্য দেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অধিকার বাস্তবায়ন এবং জীবনমানের উন্নয়নে দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিককে সমন্বয়ক, রংপুর প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমানকে আহ্বায়ক, ডেইলি স্টারের কংকন কর্মকারকে সদস্যসচিব ও চ্যানেল আইয়ের মেরিনা লাভলী, বাংলাদেশ প্রতিদিনের নজরুল মৃধা, কালের কণ্ঠের স্বপন চৌধুরী, ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, বাংলা নিউজের মাহফুজুল ইসলাম বকুল, দৈনিক সংবাদের আফতাব হোসেন, দৈনিক দেশ রূপান্তরের সোহেল সানীকে সদস্য করে নয় সদস্যের রংপুর বিভাগীয় সাংবাদিক নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর