বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

শীর্ষ করদাতার সম্মাননা পেল ৩৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ করদাতার সম্মাননা পেল ৩৩টি প্রতিষ্ঠান। ছয়টি ক্যাটাগরিতে প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-আয়কর)। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ করাদাতা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এ জন্য আমাদের দরকার একটি শক্তিশালী রাজস্ব ভিত্তি। এ ক্ষেত্রে সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। এটি উন্নয়নের মাধ্যমে আমরা দেখব, আর্থিক ব্যবস্থায় করের অবদান অনেক বৃদ্ধি পাবে।’

 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘যত বেশি বিনিয়োগ করবেন, যত বেশি কর দেবেন, সরকার তত বেশি ব্যবসার সুন্দর পরিবেশ তৈরি করে দেবে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যত বেশি স্বচ্ছতা থাকবে, আমরাও তত সহজেই আপনাদের সেবা প্রদান করতে পারব। তত বেশি করদাতাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করতে পারব। আশা করি ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় রাজস্ব আহরণ আরও বেশি বেগবান হবে।’

অনুষ্ঠানে ব্যাংকিং খাতে সম্মাননা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ব্রাঞ্চ, এইচএসবিসি বাংলাদেশ, ডাচ্্-বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড; সেবা ও অন্যান্য খাতে গ্রামীণফোন লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড; নন-ব্যাংকিং খাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড; বীমা খাতে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও জীবন বীমা করপোরেশন; ম্যানুফ্যাকচারিং খাতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটোমোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো লিমিটেড, নেস্্লে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড; উৎসকর কর্তনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, গ্রামীণফোন লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর