শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শচীন দেববর্মণের জন্মদিন পালিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মহানগরীর দক্ষিণ চর্থার গোলপুকুরপাড়ে শচীন দেববর্মণের পৈতৃক ভিটায় স্থাপিত শচীন ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও সোহান সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আলী হোসেন চৌধুরী, অজিতগুহ কলেজের সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নাট্যকর্মী শাহজাহান চৌধুরী, শচীন দেববর্মণের জীবনীগ্রন্থের লেখক গোলাম ফারুক প্রমুখ। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ইউসুফ হাইস্কুল, যাত্রী সাংস্কৃতিক সংগঠন, পথিকৃৎ, কুমিল্লা চারুশিল্পী পরিষদ, কুমিল্লা সাংস্কৃতিক জোট, সংলাপ কুমিল্লা, প্রত্নতত্ত্ব অধিদফতর কুমিল্লাসহ অন্যান্য সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, সংগীতঙ্গ শচীন দেববর্মণ ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি সংগীতে অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর মারা যান।

রঙিলা রঙিলা রঙিলারে, তুমি এসেছিলে পরশু, তোরা কে যাসরে ভাটির গাঙ বাইয়া, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ও শোনো গো দখিন হাওয়া/প্রেম করেছি আমিসহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর স্ত্রী মীরা দেববর্মণও উপমহাদেশের অন্যতম গীতিকার। ছেলে রাহুল দেববর্মণ উপমহাদেশের সংগীতাঙ্গনে ভিন্নতা এনেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর