চট্টগ্রামে সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় কোরবান আলী শাহ (রহ.) এবাদতখানার সামনের রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুলতান আহমেদ (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুলতান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মকবুলের ছেলে। জানা যায়, ফজরের নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন সুলতান আহমেদ।
এ সময় বাড়ির সামনে তিনি একজন অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করতে গেলে লোকটি দৌঁড়ে পালিয়ে যায়। সুলতান তার পিছু নিলে ওই অপরিচিত ব্যক্তি তার কাছে থাকা ছুরি দিয়ে সুলতানকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই জাহিদুল ইসলাম বলেন, ‘সীতাকুন্ড থেকে সুলতান নামে ছুরিকাহত এক বৃদ্ধকে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।