শিরোনাম
বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জয়া

বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান। গতকাল এ ব্যাপারে বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী। এর মাধ্যমে সর্বোচ্চ মার্কেট শেয়ার ধরে রাখা দেশের শীর্ষ এলপি গ্যাস ব্র্যান্ডের সঙ্গে একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর অনন্য মেলবন্ধনের সূচনা হলো। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের (সেক্টর-এ) ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের চিফ অপারেটিং অফিসার এম এম জসীম উদ্দীন। বসুন্ধরা গ্রুপের হেডকোয়ার্টার-২-এ গতকাল বিকালে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের চিফ ফাইন্যানশিয়াল অফিসার মাহবুব আলম, হেড অব সেলস জাকারিয়া জালাল, হেড অব এইচআর সাদ তানভীর, জেনারেল ম্যানেজার (সাপ্লাই চেইন) সরোয়ার হোসেন সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাস পরিবারকে ধন্যবাদ আমাকে তাদের সঙ্গে যুক্ত করার জন্য। কোনো সন্দেহ নেই যে একজন সাধারণ মানুষ হিসেবে এলপি গ্যাসের কথা ভাবলে শুরুতে বসুন্ধরা এলপি গ্যাসের কথাই আমার মাথায় আসে। তাই এখানে আমি সম্পৃক্ত হলেই কি, আর না হলেই কি, বসুন্ধরা এলপি গ্যাস নিজেই হিরো। এ ব্র্যান্ডকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। সেখানে আমাকে বসুন্ধরা এলপি গ্যাস পরিবারের সদস্য করায় ও ভালোবাসার একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় আমি আন্তরিকভাবে সম্মানিত।’ তিনি বলেন, ‘পরিবেশ ইস্যুটা এখন খুবই গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার মান উন্নত করতে গিয়ে পরিবেশের সঙ্গে সংঘাত হয় এমন কিছুর সঙ্গে আমি কখনো সম্পৃক্ত হই না। বসুন্ধরা এলপি গ্যাসের সঙ্গে আমার সম্পৃক্ত হওয়ার অন্যতম কারণ হলো এটা পরিবেশবান্ধব। রান্নার কাজে সবচেয়ে বেশি জড়িত নারীরা। মায়েরা, গৃহিণীরা ঘরে কঠোর পরিশ্রম করে অন্যদের এগিয়ে যাওয়ার পথ করে দেন। এই নারীদের স্বাস্থ্য ঠিক রাখা, তাদের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশা করি আমি ও বসুন্ধরা ব্র্যান্ড একসঙ্গে ভালো কিছু করার চেষ্টা করব।’ এম এম জসীম উদ্দীন বলেন, ‘দূষণ রোধে জ্বালানি নিরাপত্তায় ক্লিন ফুয়েলের প্রসার সরকারের একটা এজেন্ডা। গ্যাস সর্বাধিক পরিবেশবান্ধব জ্বালানি। বসুন্ধরা এলপি গ্যাস বাংলাদেশের সবচেয়ে পুরাতন, ঐতিহ্যবাহী ও জন্মলগ্ন থেকে শীর্ষস্থান ধরে রাখা ব্র্যান্ড। শীর্ষ ব্র্যান্ড হিসেবে আমাদের দায়িত্ব ছিল নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানির বিষয়টা মানুষকে জানাতে এমন কাউকে যুক্ত করা যিনি সবার কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। বলার অপেক্ষা রাখে না, জয়া আহসান বাংলা ভাষাভাষী সব মানুষের হৃদয়ের মানুষ। তাঁর জনপ্রিয়তা ও অবস্থান কোনো নির্দিষ্ট গন্ডিতে বেঁধে রাখা যাবে না। কাজের প্রতি তাঁর নিবেদন, যত্ন ও পরিশ্রম অনুসরণীয়। তাঁর গ্রহণযোগ্যতা ও কাজের প্রতি সততা তাঁর অভিনয় দক্ষতার মতোই মনোমুগ্ধকর। আমাদের দর্শন ও অর্জনের সঙ্গে একাত্ম হয়েই জয়া আহসান আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। এমন একজন গুণী অভিনেত্রীর উপস্থিতি আমাদের ব্র্যান্ড ভ্যালু ও বাজারে আমাদের অবস্থানে নতুন মাত্রা যোগ করবে।’ জনাব মাহবুব আলম বলেন, ‘মানের ব্যাপারে আপসহীন থেকে ২০ বছরের অধিক সময় ধরে বসুন্ধরা এলপি গ্যাস সফলতার সঙ্গে মানুষের পাশে আছে। গ্রাহকদের সন্তুষ্টি ও প্রশংসাই আমাদের বড় প্রাপ্তি।’ সাদ তানভীর বলেন, ‘জয়া আহসানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী অভিনেত্রীকে আমাদের সঙ্গে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা রাখি একসঙ্গে আমরা এগিয়ে যাব আরও বহুদূর।’ জাকারিয়া জালাল বলেন, ‘দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ভার্সেটাইল এই অভিনেত্রী এখন থেকে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন, এনগেজমেন্ট সেশন ও অন্যান্য প্রচারমূলক কাজে সম্পৃক্ত থাকবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর