রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শেষ হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তিনটি নাটক মঞ্চায়ন ও চারজন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হলো পদাতিক নাট্য সংসদের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। গতকাল সমাপনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় থিয়েটারের ‘দ্রৌপদী পরম্পরা’, পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার ফ্যাক্টরির ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়াট্রন ঢাকার নাটক ‘সিচুয়ানের সু-কন্যা’। এর আগে নাট্যশালার মূল মিলনায়তনে চারজন নাট্যব্যক্তিত্বকে দেওয়া হয় ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা। এর মধ্যে ২০২০ এর সম্মাননায় ভূষিত হয়েছেন পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সদস্য আবু মুহাম্মাদ মুরতাইশ কচি (মরণোত্তর) এবং নাট্যকার, নির্দেশক ও সাংবাদিক কাজী রফিক। আর ২০২১ সালের সম্মাননা পেয়েছেন অভিনেতা খায়রুল আলম সবুজ ও রাইসুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দলের সভাপতি সৈয়দ তাসনিন হোসাইন তানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পদাতিকের প্রতিষ্ঠাতা সভাপতি খান আনিসুজ্জামান মানিক। সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা অর্থ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর