শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শীতার্তরা পেলেন বসুন্ধরার কম্বল

প্রতিদিন ডেস্ক

শীতার্তরা পেলেন বসুন্ধরার কম্বল

বসুন্ধরা গ্রুপের সহায়তায় ত্রিশালের কোনাবাড়ী গ্রামে কম্বল বিতরণ -বাংলাদেশ প্রতিদিন

প্রতিদিনের মতো গতকালও বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এদিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও ফুলপুরে কম্বল বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধির পাঠানো খবর-

ময়মনসিংহ : গতকাল সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা কালের কণ্ঠের শুভসংঘের আয়োজনে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবদুছ ছাত্তার কমান্ডার, ওসি আবদুল কাদের মিয়া ও প্রেস ক্লাব সভাপতি নীলকণ্ঠ আইস মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামানসহ কেন্দ্রীয় নেতারা।

কম্বল বিতরণের সময় ইউএনও বলেন, সরকারি বরাদ্দের বাইরে কেউ যখন এগিয়ে আসে না, তখনই বসুন্ধরা হাত বাড়িয়ে দেয়। এ অবস্থা চলে আসছে দীর্ঘদিন ধরে। তাদের এই মানবিক কর্ম যুগযুগ ধরে চলুক এই কামনা করি। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের সহায়তায় ত্রিশাল উপজেলার কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক শীতার্তর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার। শুভসংঘ ত্রিশাল উপজেলা সভাপতি ফাতেহ উল আলম শিশিরে সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাছান নিউটন প্রমুখ। এদিন বিকালে ত্রিশাল উপজেলার চকপাচপাড়া রহমানিয়া মাদরাসা মাঠে শীতার্থদের মাঝে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশাল আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ প্রমুখ। ফুলপুরেও এদিন বসুন্ধরার ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিকাল ৪টায় ২০০টি, উপজেলার রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামে ৫০টি ও সোমবারে তারাকান্দায় ১০০টিসহ মোট ৩৫০টি কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি আবদুল্লাহ আল মামুন, শুভসংঘের উপদেষ্টা কামরুল হাসান কামু, ফুলপুর প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল আমিন, কালের কণ্ঠের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান, বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি আবদুল মান্নান, শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না, সাধারণ সম্পাদক নিশীথ সরকার মিঠু, মানবাধিকারকর্মী আবদুল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর