বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় মামলা, বহিষ্কারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আলাদা দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে এ মামলা দুটি হয়। এ মামলায় শাওন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শাওন উপজেলার জোতকাদিরপুর গ্রামের খোশ মোহাম্মদ খসুর ছেলে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আওয়ামী লীগের সম্মেলন মঞ্চের সামনে ভাঙচুর ও হামলার ঘটনায় বাঘা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন। বাঘা থানা পুলিশ বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে। এ দুটি মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীকে প্রধান আসামি করা হয়েছে। এদিকে সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আক্কাস আলীকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে তাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

 জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টায় বাঘার শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় ২০ নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। এ সময় টিয়ার শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। ঘণ্টাখানেক পর সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সভাপতি ও আশরাফুল ইসলাম বাবুল আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর