শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজান সামনে রেখে কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রমজান সামনে রেখে কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, রমজান সামনে রেখে ভোক্তা অধিকার থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন। আমাদের নির্ধারণ করে দেওয়া দামেই বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। আমরা প্রতি এক-দেড় ঘণ্টা পরপর বাজারের হাল তথ্য নিচ্ছি। এ ছাড়া সরকারের পক্ষ থেকে ট্যারিফ, ভ্যাট কমিয়ে দেওয়ার কারণে বর্তমানে ১৬৮ থেকে ১৬৫ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। গতকাল বিকালে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল প্রমুখ।

সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর