বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

সাবেক মন্ত্রী কামরুল অসুস্থ রাজশাহী মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাবেক মন্ত্রী কামরুল অসুস্থ রাজশাহী মেডিকেলে ভর্তি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন। গতকাল সকালে অন্তত ১০ বার পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখনো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। অবস্থা আরও খারাপের দিকে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে। সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সার্কিট হাউস থেকে কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেলের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে মারাত্মক পানি শূন্যতা ও রক্তচাপ কমে গেছে।

চিকিৎসায় অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট ৯ জন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি পর্ব উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১১টায় রাজশাহী ১ নম্বর বার ভবনে তিনিসহ অন্য প্রার্থীরা উপস্থিত থাকার কথা ছিল। এর আগে রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর