মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

প্রদীপ ও চুমকীর অবৈধ সম্পদ অর্জন মামলায় দুদকের যুক্তিতর্ক শেষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী কারণের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জন মামলায় দুদকের যুক্তিতর্ক শেষ হয়েছে। গতকাল বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে যুক্তিতর্ক হয়। এ সময় প্রদীপ এবং চুমকী আদালতে উপস্থিত ছিলেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। তাদের সর্বোচ্চ সাজা চেয়েছি আদালতের কাছে। আশা করছি তাদের সর্বোচ্চ সাজাই হবে। আসামিপক্ষের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেন, দুদকপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ২৭ জুন প্রদীপ ও চুমকীর পক্ষে যুক্তিতর্ক হবে।

 প্রসঙ্গত, ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের স্ত্রী চুমকীকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর