শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সন্ত্রাসীদের কাছে র‌্যাব হবে আতঙ্কের প্রতীক : মহাপরিচালক

ভোলা প্রতিনিধি

সন্ত্রাসীদের কাছে র‌্যাব হবে আতঙ্কের প্রতীক : মহাপরিচালক

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র‌্যাব দেশের সাধারণ মানুষের কাছে যেমন ভালোবাসা, আস্থা ও নিরাপত্তার প্রতীক, তেমনি যারা অপশক্তি, সন্ত্রাসী, জঙ্গি, মাদক কারবারি তাদের কাছে র‌্যাব হবে আতঙ্কের প্রতীক। গতকাল দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবার এবং চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় র‌্যাবের পরিচালক (অপারেশন উইং) লে. কর্নেল মো. জিয়াউর রহমান,  র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, উপঅধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর, ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, সেই সঙ্গে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপরতা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে। তিনি সম্প্রতি বান্দরবানের রামুর পাহাড়ি এলাকায় সফল অভিযানের চিত্র তুলে ধরে বলেন, সাংবাদিকরা হচ্ছেন আমাদের দর্পণ। গোয়েন্দা তথ্যের পাশাপাশি সাংবাদিকরাও তথ্য দিয়ে র‌্যাবকে সহযোগিতা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর