বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হাইড্রোলিক হর্ন দুই মাসের মধ্যে বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

শব্দদূষণ বন্ধে আগামী দুই মাসের মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। গতকাল সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান। একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেছেন, ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অভিযোজন তহবিলে অর্থায়নে উন্নত দেশগুলো থেকে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আশ্বাস পাওয়া গেছে। পরিবেশ দূষণ রোধে সরকারের পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে। পলিথিন নিষিদ্ধ আছে। সোনালি ব্যাগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সচিব ফারহিনা আহমেদ বলেন, আমাদের লবিংয়ের কারণেই তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা সম্ভব হয়েছে। প্রথম ৪০টি দেশের মধ্যে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে পেরেছে।

সর্বশেষ খবর