শিরোনাম
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশের অগ্রযাত্রা যেন বন্ধ না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশের অগ্রযাত্রা যেন বন্ধ না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও কলেজে গতকাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানে অতিথিবৃন্দ -বাংলাদেশ প্রতিদিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। দেশের নেতৃত্বে ভালো নেতা থাকলে দেশ এগিয়ে যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন তখন বাস্তবায়ন হয়। কীভাবে এগিয়ে যেতে হয়  বঙ্গবন্ধুকন্যা তা দেখিয়ে দিয়েছেন। দেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন কখনো বন্ধ না হয়।

গতকাল রাজধানীর তেজগাঁও কলেজে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গ্র্যাজুয়েশন স্পিকার ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুর রশীদ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মুহাম্মদ জাবের।

আসাদুজ্জামান খান আরও বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে জানতেন, দেশের সব প্রান্তে গিয়েছেন তিনি। তাঁর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা; যেখানে সবার জন্য উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা নিশ্চিত হবে। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রকারীরা বাঁচতে দেয়নি। বঙ্গবন্ধুকন্যা এসে অন্ধকার দেশকে আলোকিত করে দিয়েছেন। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ তৈরির ঘোষণা দিলেন সে কথা শুনে মানুষ হেসেছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছিল বলেই এই দুর্বার অগ্রগতিতে দেশ। কভিড না এলে আমরা উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতাম। এ ছাড়া এসেছে অনাকাক্সিক্ষত যুদ্ধ, যেখানে আমাদের কোনো অংশগ্রহণ নেই; তবুও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরে পর্যটনশিল্পের অনেক প্রসার ঘটবে।

অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, আমরা উন্নত দেশের পথ পরিক্রমায় হাঁটছি। বিশেষ অতিথির মধ্যে আরও ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মাহবুবুল আলম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস-এর প্রধান নির্বাহী সাখাওয়াত হোসেন, ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর