শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে নেতারা

খুলনায় মামলার চাপে কোণঠাসা বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মামলার চাপে কোণঠাসা বিএনপি

খুলনায় পুলিশ সুপরিকল্পিতভাবে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গত তিন সপ্তাহে পরপর ১৪টি মামলা ও নেতা-কর্মীদের গ্রেফতার অভিযানে চাপের মধ্যে রয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। এর মধ্যে মহানগরে আটটি থানায় একটি করে মামলা ও রূপসা থানায় দুটি, ডুমুরিয়ায় দুটি, পাইকগাছায় একটি ও বটিয়াঘাটায় একটি মামলা হয়েছে। এসব মামলায় এজাহার নামীয় আসামি ৮৩৫ জন। অজ্ঞাত নামা আসামি আরও কয়েক হাজার।

গতকাল নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, মিথ্যা বানোয়াট এসব মামলায় মহানগরের ৪২ জন ও জেলার ৪৭ জন নেতা-কর্মী এখনো কারাবন্দি রয়েছেন। সংবাদ সম্মেলনে নেতারা নেতা-কর্মীকে গ্রেফতারসহ বাড়িতে তল্লাশির নামে পুলিশি হয়রানির প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন উপস্থিত ছিলেন। সভা থেকে খুলনা কারাগারে বিভিন্ন সময়ে গ্রেফতার অর্ধশত নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, বিভিন্ন থানায় বিস্ফোরক ও নাশকতা অভিযোগে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। অথচ কোথাও কেউ ককটেলের আওয়াজ পায়নি, নাশকতারও ঘটনা দেখেনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর